Thursday, October 18, 2018

Western States Open Chess Tournament 2018 at Reno

6-ROUND SWISS IN 5 SECTIONS


I and my son Ahyan will be playing in the 2-day format of Western States Open Chess Tournament 2018 at Reno. The details are as follows.

Friday 2 Rounds: 12 noon - 7:00 p.m.
Saturday 2 Rounds: 10:00 a.m. - 7:00 p.m.
Sunday 2 Rounds: 9:30 a.m. - 4:30 p.m.
2 Day Schedule plays 4 rounds on Saturday: Rd. 1 - 11:00am, Rd. 2 - 1:15pm, Rd. 3 - 3:45pm. Rd. 4 merge with regular schedule - 7:00 pm.Time Control:
  • Open Section: 40 moves/2 hours, SD/55 minutes, 5 seconds delay for all six rounds.
  • Class Sections:
    • 40 moves/2 hours, SD/1 hour, 5 seconds delay in regular schedule.
    • Game/1 hour, 5 seconds delay for Rds. 1-3 of 2-day schedule.

Half-point byes available for any round (2 byes maximum in Open Section).

$25,500 PRIZE FUND!
Based on 275 players.
At least 5 places paid in each section!THE FOLLOWING PRIZES ARE GUARANTEED: Open $2,000-$1,000-$800-$600-$500-$300-$300, plus 1/2 of all other prizes. NOTE: GM/IM free entry not eligible for class prizes 2399 and below. May elect to pay entry fee and become eligible. In case of tie for 1st place, a G/10x2 playoff will be held for $100 of prize fund. 120 Grand Prix points and FIDE ratings in top section. Trophies to top 3 in sections A-D.
- OTHER PRIZES -
TOP UNRATED IN D/UNDER SECTION: One year USCF membership + trophy. Unrated players not eligible for cash prizes except Open 1-7.
TOP SENIOR (65 & Over): $200. Seniors not eligible include: Provisionally rated, unrated, and masters.
CLUB CHAMPIONSHIP: $600-$300. Decided by total score of a fixed roster of ten scores from one club or area in main tournament. Club members not eligible include: GM/IM, and unrated.
PROVISIONAL PLAYERS: May win only 50% of first-place money in a class section. (May win full prize in Open section, 1-7 overall.)
PRIZE MONEY OVER $599: U.S. Social Security number and U.S. mailing address required for IRS Form 1099, or 30% of prize money withheld for taxes.
OpenExpertABCD/Under
$2,000
1,000
800
600
500
300
300
2399/below
$1,000
$500
2299/below
$1,000
$500
$2,000
800
400
300
200
$1,800
700
400
300
300
$1,700
700
400
300
300
$1,500
600
400
300
300
$1,000
400
300
200
1199/below
$300

ENTRY FEES

SECTION/RATINGENTRY FEE2-Day Schedule
Open Section GM and IMFree*2-Day Schedule not available for Open Section
Open Section (2200-Up)$159
Open Section (2000-2199)$200
Open Section (1999 and below)$300
Expert Section$159$155 for 2-day schedule
"A" Section (1800-1999)$158$155 for 2-day schedule
"B" Section (1600-1799)$157$155 for 2-day schedule
"C" Section (1400-1599)$156$155 for 2-day schedule
"D" Section (1200-1399)$150$155 for 2-day schedule
Unrated PlayersFREE**
*Free GM/IM entry not eligible for class prizes 2399 and below. May elect to pay entry fee and become eligible.
**Unrated FREE but must also pay one year USCF dues even if already a member. (Adult Premium $49, Youth Premium $30.) Unrated players play in "D" Section. Players may play up. No discounts for Unrated players in main tournament.
$10 discount off entry fee to Seniors age 65+.

ENTRY INSTRUCTIONS

ADVANCE ENTRY BY MAIL: Add $11 if postmarked after September 19. Add $22 if entering at site. Do not mail after 10/12 or phone or email after 10/16. Print out the Entry Formand fill it out. Return the printed form with your check or money order payable to THE SANDS REGENCY or provide credit card information ($5 service charge on credit card entries) and signature. Mail to:

SANDS REGENCY HOTEL/CASINO
345 N. Arlington Avenue
Reno, NV 89501

No phone entries please.
ADVANCE ENTRY BY E-MAIL: E-mail all information on the form to TD Weikel at wackyykl@aol.com.
ADVANCE ENTRY BY PHONE: Call 775-747-1405
ENTRY AT SITE: Register on Thursday, October 18 between 5 and 8 p.m., or on Friday, October 19 between 9:00 and 10:00 a.m. Entries after 10 a.m. Friday may have to accept a first round (1/2 pt.) bye at the discretion of the T.D. CCA ratings may be used to protect from possible sandbaggers. Current USCF membership required. $49 Adult Premium, $30 Youth Premium. New memberships/renewals available at site.
Sets provided. Please bring clocks. OK to play up, but increased entry fees are applicable in Open Section. No smoking in game room. Smoking in casino OK.
Pairings: To make an odd group even, the highest rated player from the next lower group will be moved up, when applicable. If the unlikely situation occurs, three blacks in a row could be assigned. Pairings not changed for color alternation unless three in a row or cause a plus 3.
TOURNAMENT DIRECTOR
Jerry Weikel, Chief T.D. (N.T.D.)
6578 Valley Wood Drive
Reno, NV 89523
775-747-1405
email wackyykl@aol.com
SPECIAL HOTEL RATES
Thank you for staying with us! Discounted rates are $58.61 Sunday-Thursday, $88.12 Friday or Saturday, single or double occupancy, tax included. First night's deposit by check or credit card must be received by October 1st to guarantee these special rates. Players without reservations will be charged the current walk-up rate in effect on day of arrival.
To guarantee hotel reservation with credit card by telephone call 1-866-386-7829 and ask for group code CHESS1018. (Please, no tournament entries by telephone at Sands phone number.)

Remember, early entries must be postmarked by September 19. Add $11 after September 19. Add $22 if entering at site. First night's hotel room must be guaranteed by October 1. Players without reservations will be charged the current walk up rate on day of arrival.

Thursday, October 4, 2018

সমাস

সমাস
শিখতে লাগে ছ' মাস।
মন দিলে লাগতে পারে ক' মাস?
মন না দিলে লাগতে পারে ন' মাস
-- বাকীউল্লাহ স্যার,
আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মতিঝিল, ঢাকা, বাংলাদেশ
(প্রায় ৩০ বছর আগের কথা)

Wednesday, October 3, 2018

মজার খেলা দাবা


সাদা কালো দু' দল নিয়ে 
যুদ্ধ করাই দাবা খেলা,
চৌষট্টি ঘরের উপর 
বত্রিশটি ঘুঁটির মেলা।
রাজা-মন্ত্রী-সেপাই নিয়ে
দুই দাবাড়ু যুদ্ধে নামে,
বিপক্ষকে মারার আশায়
ঘুঁটি চালায় ডানে বামে।

সৈন্য শুধু যায় এগিয়ে
দুই কোণে দুই ঘর দখলে,
হাতি মশাই শান্ত বিশেষ
কোণাকুণি শুধুই চলে।
লাফিয়ে লাফিয়ে এগিয়ে গিয়ে
ঘোড়ার চাল আড়াই,
সোজা বাঁকা দুই-ই চলে
এই মন্ত্রীর বড়াই।

চারিদিকে এক ঘর যায়
দাবা বোর্ডের রাজা,
তার নির্দেশ মাথায় নিয়ে
নৌকো চলে সোজা।

হরেক রকম ঘুঁটির মাঝে
দুই রাজাই দূর্গ গড়ে,
একের পর এক আক্রমণে
কেউবা জেতে কেউবা মরে।
ষোলো ঘুটি সামাল দিয়ে
যে খেলবে ঠান্ডা মাথায়,
বুদ্ধিটাকে পুঁজি করে
জিতে যাবে দাবা খেলায়।

Written by Ashik Uzzaman at 1990 at the age of 15.



Saturday, September 22, 2018

Fritz and the Comeback by Gabirel Adams

As part of an initiative for Rickshaw Girl movie, I got introduced to Producer Eric J Adams. Recently in an email conversation knowing my passion for chess, he mentioned that his son Gabriel Adams produced a short film on a homeless chess master on his comeback to chess after 20 years. Gabriel actually arranged this man to play in this competitive tournament chess at Concord Open 2013 (if I remember correctly, I and my son Ahyan also played that same tournament) and made this film based on his comeback. While watching this you will get some food for thought on how a chess master thinks, be he/she a millionaire or a homeless, about life! I could feel his soul myself, his spoken and unspoken words. Thank you Gabriel for everything you did for Fritz, and thus indirectly, to all passionate chess lovers.




Fritz and the Comeback from Gabriel Adams on Vimeo.

I checked with the Director of Mechanics Chess Institute IM John Donaldson about Fritz. He is one of the most knowledgable chess historians of our time. He sent me 2 links where it was widely covered during that 2013 tournament time.




Thursday, September 13, 2018

JUGA - OH CAPABLANCA



Singer Juga produced this song out of frustration from loosing a game that she thought she was winning! Remembering Capablanca's quote that you can't be a master without loosing hundred games, she brought him back in this unique creative achievement! And of all, my most favorite world chess champion is Jose Raul Capablanca!!

Ahyan Won CalChess State Champion in Under 1600



Ahyan became CalChess State Champion in Under 1600 rating group in the Labor Day Weekend Tournament of 2018. He scored 5 out of 6 along with Mohammad S Khan. With the champions trophy he also got 966 dollars prize check and a 51 rating points increase to push him to the next rating group. You may find the full standings here.


My own performance in Under 2200 group was a disaster scoring 2 out of 6 and am pushed down 52 rating points and 1 group below. Ahyan is now 1 rating group behind to catch me. Also I ran for the CalChess Board Membership during this tournament. I lost by 2 votes less than the 4th board member who was elected but I see lots of responses from chess players and parents. I will try it again next year. Thanks to everyone who voted for me, supported me and encouraged me.


IM John Donaldson congratualted Ahyan at Mechanics' Institutechess newsletter - http://chessclub.org/news.php?n=842

"Congratulations to Mechanics’ member Ahyan Zaman, who tied for first in the under-1600 section of the Northern California state championship, held over Labor Day weekend. Ahyan scored 5–1 to raise his rating from 1590 to 1641."


Wednesday, August 29, 2018

Please Vote for Me in CalChess Board of Directors General Election

It's time for this year's CalChess State Open Championship. It's being organized by Berkeley Chess School during September 1-3 at Crowne Plaza Silicon Valley N- Union City, 32083 Alvarado-Niles Rd, Union City, CA 94587, USA. To register for the tournament or know more details please check http://www.berkeleychessschool.org/event/bcs-summer-quad/ .

This year I will be running for the general election of CalChess Board of Directors which will be held in the 2nd day of the tournament in the same place. The board is comprised of 8 members each serving for 2 years. Every year 4 of the 8 positions are open for re-election. So this year's 4 positions will be contested by the following candidates.
  • Kiki Chen
  • George Jeffers
  • Tom Langland (incumbent)
  • Joe Lonsdale (incumbent)
  • Stephen Shaughnessy (incumbent)
  • Dr. Judit Sztaray (incumbent)
  • Ashik Uzzaman (me)
  • Hui Wang
If you are a CalChess member for at least last 1 month and are 14 years or older, you are eligible to vote in person. If you find your name in the following list, please come to vote -  http://calchess.org/membership_list/membership_list.txt . You can vote 1 to 4 candidates. But if you vote 5 or more candidates, your ballot will be declared invalid. I hope you will give me a chance to serve you as a board member by voting me as 1 of your 4 choices.

Let me tell you why. I have been playing chess since my childhood and am a USCF Candidate Master. I am also a chess parent and my son Ahyan Zaman is the current  G/30 National Champion in Under 1600 rating class. I have been involved in various local chess tournaments not only as a player but also as a TD and promoter occasionally. Chess runs in my family and I understand the dreams and pains of chess players as well as chess parents. I am also advisor of ACPB (Association of Chess Players of Bangladesh). Outside of chess, I have served as President of BABA (Bay Area Association of Bangladesh) and am advisor of several startups. 

I see a big potential for Chess In General in USA and Northern California in particular. With the upcoming Caruana - Carlsen World Championship fight this November, and outstanding performances of GM Sam Shankland from our area, we are in a fortunate time for chess. If elected, I will work on promoting CalChess as a brand and approach the corporate sponsors of different software companies in Sillicon Valley. Being a software engineer, I worked with Mechanics Chess Institute to arrange two inter-software-company team tournaments in San Francisco couple of years back. I will do my best to showcase CalChess as a viable option for the companies who usually have large marketing budget. For this to happen, we need to also step up on the social presence of CalChess which I will work on with CalChess board. In short, I offer - 
  • Attracting Corporate Sposnsorship Into Chess
  • Improve CalChess Social Web Presence
  • Write chess articles on behalf of CalChess
  • Chess Event Coverage
  • Promoting both Scholastic and Adult Chess



2018 CalChess Annual Meeting and General Elections

Date: Sept. 2, 2018 (Sunday)
Location: Crowne Plaza Silicon Valley
     32083 Alvarado-Niles Rd
     Union City, CA 94587
Agenda: 9:00am - approx. 3:45pm
     Balloting will be open to eligible CalChess members. See Lynn Reed or Ruth Haring onsite to vote. You must pick up and cast a ballot IN PERSON, No exceptions!
     3:30 - 3:45pm - Candidate Statements (Bay Room)
     3:45 -4:00pm - Counting of ballots (Bay Room)
     4:00pm - 5:00pm - Standard business. (Bay Room)






Tuesday, June 12, 2018

My Article on Radio Bangla NY Newspaper about Current State of Chess in Bangladesh


https://www.rbnews24.com/news/3933/news-details

দেশের দাবার বর্তমান অবস্থা


দুই দিন ব্যাপী রেকট্যাংগল রেপিড চেস টুর্নামেন্টের উদবোধনী চাল দিচ্ছেন গ্রান্ড মাস্টার জিয়াউর রহমান


অফিসে প্রোজেক্টের মাঝখানে হঠাৎ করে ১০ দিনের একটা ফাঁক পেয়ে বাংলাদেশে ঘুরে আসলাম গত মাসে। দীর্ঘদিন দেশে দাবাখেলেছি আমেরিকা আসার আগে। তাই দেশে যাবার কথা মনে হলেই বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের কথা যেমন মনে পরে, তেমনি মনে পরে আমার দাবার সহ-খেলোয়াড়দের কথা। ৯০এর দশকের মাঝামাঝি ঢাকা ইউনিভার্সিটি থেকে ক্লাস শেষ করে বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের দাবা ফেডারেশনে চলে যেতাম খেলতে। সারা সন্ধ্যা এমনকি রাত দশটা পর্যন্ত খেলে উল্টো দিকের চায়ের দোকানে বসে পুরি ভাগ করে খেতে খেতে বোর্ড গুটির অভাবে মুখে মুখে খেলে ফেলতাম দুই একটা গেম। যেই বয়সে বন্ধুরা মেয়েদের সাথে ডেটিং করে বেড়াতো, সেই বয়সে আমরা ৬৪ ঘরের বোর্ডে মুখ বুজে বিস্ময়ে অভিভূত হয়ে চেয়ে রাইতাম ববি ফিশার অথবা কাপাব্লাঙ্কার একটা তাক লাগানো চাল দেখে!
আমি দেশে রওনা হবার দুই দিন আগে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আমির আলী রানা ভাই ফেসবুকে নক করলেন - "শুনলাম ঢাকা আসছেন? আপনি তো আসলে একটা টুর্নামেন্ট দেন, এবার করবেন না?" টুর্নামেন্ট স্পনসর করার ইচ্ছে ছিল কিন্তু সময়ের অভাবে ঢাকায় যোগাযোগ করে রাখতে পারিনি আগে। তাই রানা ভাই যখন বললেন উনি আয়োজনের সব ব্যবস্থা করবেন, আমার শুধু একটা স্পন্সরের নাম আর টাকাটা জোগাড় করতে হবে, আমি সানন্দে রাজি হয়ে গেলাম। আমার দীর্ঘ দিনের দাবা বন্ধু শাকিল আর পরাগের সাথেও কথা বলে নিলাম।রানা ভাই ম্যাজিসিয়ানের মতো অল্প সময়ে সবআয়োজন করে ফেললেন। দাবা ফেডারেশনে খেলা হবে দুই দিন সকালে। চিফ গেস্ট গ্রান্ড মাস্টার জিয়াউর রহমান এবং আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। আমার ভাই রাশেদুজ্জামানের ব্র্যান্ড প্রমোশন কোম্পানি রেকট্যাংগল বিডি এর নাম অনুযায়ী এর নাম রাখা হলো রেকট্যাংগল রেপিড চেস টুর্নামেন্ট।
টুর্নামেন্টের উদ্বোধন হলো ৮ই মে দাবা ফেডারেশনে। ঐদিন চার রাউন্ড খেলা আর পরদিন ৩ রাউন্ড, সাথে আবার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তাইবুর রহমান সুমন ভাই চ্যাম্পিয়ন হলেন আর জিয়া ভাই রানার আপ। কাকতালীয় ভাবে একই সময়ে শিপলু (ফিদে মাস্টার এবং আমার পুরোনো বন্ধু) অস্ট্রেলিয়া থেকে কিছুদিনের জন্য ঢাকা এসেছে। ফেসবুকের কল্যানে ও জানতে পারলো আমি ঢাকায়। সেও আমাদের সাথে জয়েন করলো টুর্নামেন্ট এর দ্বিতীয় দিন।ফেডারেশনে পুরোনো অনেক খেলোয়াড়কে পেয়ে গেলাম। রানী আপা এই বয়সেও শিশুর মতো আগ্রহ নিয়ে গুটি চালছেন। শুধু তাই না উনি এবছরেও ন্যাশনাল ওমেন্স চ্যাম্পিয়ন হয়ে আরেকটা রেকর্ড করলেন মাত্র কয়দিন আগে। জিয়া ভাই আগের মতোই খেলা চালিয়ে যাচ্ছেন দেশে আর বাইরে। জিয়া ভাই, সুমন ভাই, শিপলু, শাকিল আর পরাগ একটা গেমের পোস্ট মর্টেম করছে। আর ইন্টারন্যাশনাল আরবিটার হারুন ভাই আগের মতোই বলে উঠছেন, "শব্দ করা যাবে না, পাশের রুমে খেলা চলছে।"
তবে সবার কাছ থেকেই জানতে পারলাম দেশের দাবা অঙ্গন হুমড়ি খেয়ে পরে আছে। রানা ভাই চেষ্টা করে যাচ্ছেন কিন্তু ফেডারেশনের আরো টুর্নামেন্ট আয়োজন করা দরকার। যথেষ্ট টুর্নামেন্ট না থাকায় ভালো খেলোয়াড় বেরিয়ে আসছে না। তরুণ খেলোয়াড়েরা উৎসাহ হারিয়ে ফেলছে আর পুরোনো খেলোয়াড়েরা হতাশ। ফেডারেশন বছরে হাতে গোনা কয়টা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, প্রিমিয়ার ডিভিশন লীগ টুর্নামেন্ট করেই খালাস। রাজিব-রাকিবের পর অনেকগুলো বছর আমরা কোনো গ্রান্ড মাস্টার পাই নি। দুই তরুণ আন্তর্জাতিক মাস্টার সাগর আর শাকিল চেষ্টা করে যাচ্ছে কিন্তু যদি বছরে ২টা গ্রান্ড মাস্টার টুর্নামেন্ট করা যেত তবে হয়তো অনেকের জন্যই কাজটা আর অসম্বভ হয়ে থাকতো না। কিশোর ফিদে মাস্টার ফাহাদ রহমান এর মাঝেই উঠে আসছে, কিন্তু তার প্রথমে ইন্টারন্যাশনাল মাস্টার টাইটেল জিততে হবে। ফিদে মাস্টার কায়েস ভাই কিছুদিন আগে চলে গেলেন কানাডা। আরো অনেক খেলোয়াড় বিদেশ পাড়ি দিয়েছেন আগেই।
দেশে স্পনসর করার মতো বিত্তশালী লোকের অভাব নেই, কিন্তু তারা সবাই ক্রিকেটে টাকা দিচ্ছে, ব্র্যান্ড মার্কেটিং এ সুবিধা হয়। কিন্তু অন্য খেলা গুলো ও তো বাঁচিয়ে রাখতে হবে। মাসে একটা দাবার রেটিং টুর্নামেন্ট করা যে অনেক খরচের ব্যাপার তাও তো না। খেলোয়াড়রা নিজস্ব খরচে যতটুকু সম্ভব করে যাচ্ছে। আমার এখানে আমেরিকার কথা বাদ ই দিলাম, পাশের দেশ ইন্ডিয়া তে কর্পোরেট স্পনসর আর সরকারের সহযোগিতায় অনেক অনেক ভালো খেলোয়াড় প্রতিদিন বেরিয়ে আসছে। অথচ উপমহাদেশের প্রথম গ্রান্ড মাস্টার কিন্তু ভারতের প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ নয়, বরং আমাদের গ্রান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ। খুব বেশি দাবাখেলোয়াড় বাংলাদেশে স্বচ্ছল বেবসা বাণিজ্য করছে এমন শুনি না।
যেই অল্প কয়েকজন আছেন, তা যথেষ্ট নয়। এইজন্য এগিয়ে আসতে হবে আমাদের সকল প্রাক্তন দাবা খেলোয়াড় এবং দাবানুরাগীদের। সাথে দরকার কর্পোরেট এবং সরকারী পৃষ্ঠপোষকতা। দূরে থেকে আমরা দুই বছরে একটা টুর্নামেন্ট আয়োজন করে কিছু করতে পারব না। টুর্নামেন্ট হতে হবে নিয়মিত। আমি যেই সময়টায় ঢাকায় খেলতাম তখন অবস্থা অনেক ভালো ছিল এখনকার তুলনায়। মাঝের কিছু ফেডারেশন কমিটি দেশের দাবাকে জোর করে ধরে পেছনে নিয়ে গেছে।
কিন্তু হতাশ হয়ে বসে থেকে লাভ নেই। সামনের দিকে আমাদের চোখ তুলে তাকাতে হবে। ক্রিকেট আর ফুটবলের পর দাবাতেই আমরা তুলনামূলক ভাবেশক্তিশালী । পাঠক, আপনারা কি দাবাঙ্গনের উন্নয়নে কোনোভাবে অংশগ্রহন করতে পারেন?
আশিক উজ্জামান,
সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, রোকু ইনক., সান ফ্রান্সিসকো বে এরিয়া, ক্যালিফোর্নিয়া

Wednesday, April 11, 2018

কারুয়ানার ফিদে ক্যান্ডিডেটস টুর্নামেন্ট বিজয়


https://www.rbnews24.com/news/3211/news-details

(রেডিও বাংলা NY সাপ্তাহিক খবরের কাগজে আমার লেখাটি প্রকাশিত হল আজ ১২ ই এপ্রিল ২০১৮)

আমেরিকার দাবাঙ্গনে বিরাট সুখবর! প্রায় ছিচল্লিশ বছর পর একজন মার্কিন বংশোদ্ভূত দাবাড়ু বিশ্ব দাবার খেতাবি লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেআমেরিকা ইতালির দ্বৈত নাগরিক গ্র্যান্ডমাস্টার ফাবিয়ানো কারুয়ানা গত ২৭শে মার্চে ফিদে ক্যান্ডিডেটস টুর্নামেন্টের শেষ রাউন্ডে রাশিয়ার আলেক্সান্ডার গ্রিশ্চুক কে পরাজিত করে ১৪ খেলায় পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেন বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনুস কার্লসেনের বিপক্ষে চ্যালেন্জার নির্ধারণী এই টুর্নামেন্ট টি গত ১০ই মার্চ থেকে ২৮শে মার্চ পর্যন্ত ৮জন খেলোয়াড়ের অংশগ্রহণে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে জার্মানির বার্লিন শহরে অনুষ্ঠিত হয় 

১৯৭২ সালে কিংবদন্তির ববি ফিশারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ের পর অনেক কাল ধরে আর কোনো আমেরিকান দাবাড়ু এই সর্বোচ্চ সাফল্য অর্জন করতে পারছেন না. কারুণার সামনে এখন সেই সুযোগ তবে রুশ বংশোদ্ভূত আমেরিকান গ্র্যান্ডমাস্টার গাটা কামস্কি ফিদে বিশ্ব খেতাবি লড়াই ১৯৯৬ চ্যালেন্জার হতে পেরেছিলেন কিন্তু তিনি লড়াই আনাতোলি কার্পভের কাছে হেরে যান তাছাড়া সেটি ছিলো বিভক্ত দাবা জগতের সময় তখন অধিকাংশ দাবানুরাগী পিসিএ আয়োজিত ক্যাস্পারভ বনাম আনন্দ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ টিকেই সত্যিকারের খেতাবি লড়াই মনে করতো সেই দ্বিধান্বিত সময় দাবা জগৎ অনেক আগেই পেরিয়ে এসেছে এখন অবিভক্ত দাবাঙ্গনে ববি ফিশারের পর কারুয়ানার সামনে সুযোগ এসেছে আরেকজন আমেরিকান হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব অর্জন করার 



গত ১০ বছর ধরেই আমেরিকার দাবাঙ্গন অনেক শক্তিশালী হয়ে উঠেছে এই মুহূর্তে বিশ্বের শীর্ষ ১০ খেলোয়াড়ের মাঝে জন আমেরিকান কারুয়ানা ২য় , হিকারু নাকামুরা ৬স্ঠ এবং ওয়েসলি সো ৭ম কারুয়ানার মার্কিন দল ২০১৬ এর চেস অলিম্পিয়াড জয় করে ২০১৬ এর US ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জয় করেন কারুয়ানা ক্যান্ডিডেটস টুর্নামেন্টের পরপর জার্মানির বাদেন বাদেন শহরে অনুষ্ঠিত গ্রেনকে ক্লাসিক টূর্ণামেন্টেরও শিরোপা জিতলেন কারুয়ানা, যেখানে ১ম রাউন্ডে তিনি ড্র করেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনুস কার্লসেনের সাথে  পরপর এই দুইটি টুর্নামেন্ট জিতে কারুয়ানা তার এত কার্লসেনের মাঝে রেটিং ব্যবধান অনেক কমিয়ে এনেছেন লাইভ রেটিংয়ে কার্লসেনের ২৮৩৮ এর বিপক্ষে কারুয়ানার রেটিং এখন ২৮১৭ 

মাত্র বছর বয়সে দাবা খেলা শিখে কারুয়ানা নিউ ইয়র্কে তুখোড় দাবাড়ু হিসেবে বেড়ে উঠেন কিন্তু বছর বয়সে বাবা মায়ের সাথে ইতালি চলে যান সেখানেই ১৪ বছর ১১ মাস বয়সে তৎকালীন সর্বকনিষ্ঠ ইতালীয় এবং আমেরিকান হিসেবে গ্র্যান্ডমাস্টার খেতাব লাভ করেন তার খেলার স্টাইল অত্যন্ত আক্রমণাত্মক ২০১৪ সালের সিন্কেফিল্ড কাপ চ্যাম্পিয়ন হবার পথে টানা প্রথম ৭টি খেলায় জিতে সবাইকে তাক লাগিয়ে দেন ওই টুর্নামেন্টে তার রেটিং পারফরমেন্স ছিল অবিশ্বাস্ব ৩১০৩, যা অনেকের মোতে সর্বকালের সেরা টুর্নামেন্ট পারফরমেন্স   বছর আগে ২০১৬ এর ক্যান্ডিডেটস টুর্নামেন্টের শেষ রাউন্ডে রাশিয়ার সার্গেই কারিয়াকিনের কাছে হেরে গিয়ে অল্পের জন্য বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে বঞ্চিত হন কিন্তু এইবার আর সেই ভুল করেননি পরিষ্কার পয়েন্ট এগিয়ে থেকে বিশ্ব চ্যাম্পিয়ন মাগনুস কার্লসেনের বিরুদ্ধে চ্যালেঞ্জের হিসেবে মনোনিত হলেন 

২০১৮ এর ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবার কথা নভেম্বরে লন্ডনে কিন্তু কারুয়ানার এই বিজয়ের পর এখন শোনা যাচ্ছে মার্কিন ধনকুবের রেক্স সিন্কেফিল্ড অনেক বেশি অর্থ পুরস্কার দিয়ে টুর্নামেন্টটি আমেরিকার সেন্ট লুইস, মিসৌরিতে স্থানান্তরিত করার চেষ্টা করছেন বর্তমানে কারুয়ানা সেন্ট লুইসে বসবাস করছেন যেখানে নিয়মিত সিন্কেফিল্ড কাপ, US ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের মতো বড় বড় টুর্নামেনটের আয়োজন হয় 

কারুয়ানার এই সাফল্যের হাত ধরে আমেরিকার দাবাঙ্গন আরো বেশি সক্রিয় হয়ে উঠবে লন্ডনে হোক আর সেন্ট লুইসেকারুয়ানা আর কার্লসেনের ১২ গেমের ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ টাইটেল ফাইটের জন্য আরো মাস পৃথিবী ব্যাপী দাবাড়ুরা অধীর আগ্রহে অপেক্ষা করবে আর যদি লড়াইটা আমেরিকার মাটিতেই হয়, তবে আমরা যারা এখানে আছি তারা কি সামনাসামনি খেলাটা দেখার সুযোগ হাতছাড়া করবো?

ক্যান্ডিডেটস টুর্নামেন্টের ফাইনাল স্ট্যান্ডিং: