Wednesday, October 3, 2018

মজার খেলা দাবা


সাদা কালো দু' দল নিয়ে 
যুদ্ধ করাই দাবা খেলা,
চৌষট্টি ঘরের উপর 
বত্রিশটি ঘুঁটির মেলা।
রাজা-মন্ত্রী-সেপাই নিয়ে
দুই দাবাড়ু যুদ্ধে নামে,
বিপক্ষকে মারার আশায়
ঘুঁটি চালায় ডানে বামে।

সৈন্য শুধু যায় এগিয়ে
দুই কোণে দুই ঘর দখলে,
হাতি মশাই শান্ত বিশেষ
কোণাকুণি শুধুই চলে।
লাফিয়ে লাফিয়ে এগিয়ে গিয়ে
ঘোড়ার চাল আড়াই,
সোজা বাঁকা দুই-ই চলে
এই মন্ত্রীর বড়াই।

চারিদিকে এক ঘর যায়
দাবা বোর্ডের রাজা,
তার নির্দেশ মাথায় নিয়ে
নৌকো চলে সোজা।

হরেক রকম ঘুঁটির মাঝে
দুই রাজাই দূর্গ গড়ে,
একের পর এক আক্রমণে
কেউবা জেতে কেউবা মরে।
ষোলো ঘুটি সামাল দিয়ে
যে খেলবে ঠান্ডা মাথায়,
বুদ্ধিটাকে পুঁজি করে
জিতে যাবে দাবা খেলায়।

Written by Ashik Uzzaman at 1990 at the age of 15.



No comments: