Sunday, May 6, 2012
Fahim Champion in U-12 France
Source:
http://www.dailykalerkantho.com/?view=details&archiev=yes&arch_date=05-05-2012&type=gold&data=Loan&pub_no=873&cat_id=1&menu_id=18&news_type_id=1&index=19
চ্যাম্পিয়ন হয়েও ফ্রান্সে বহিষ্কারের হুমকির মুখে বাংলাদেশের দাবাড়ু
ফ্রান্সে অনূর্ধ্ব-১২ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশি কিশোর ফাহিম আলম। গত মাসে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাতেই ১১ বছরের ফাহিম অন্য প্রতিযোগীদের পেছনে ফেলে। তবে অবৈধভাবে বসবাস করছে বলে সাফল্য উদ্যাপন করবে কি, উল্টো তাকে পড়তে হয়েছে বহিষ্কারের হুমকির মুখে!
জাতীয় প্রতিযোগিতায় বাংলাদেশি কিশোরের সাফল্য এবং এর পর থেকে তাকে নিয়ে যে বিতর্কের শুরু, তা ইতিমধ্যে ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ফিয়োঁর কানেও উঠেছে। গতকাল শুক্রবার তিনি জানিয়েছেন, ফাহিম যদি সত্যিই চ্যাম্পিয়ন হয়ে থাকে তাহলে স্থায়ীভাবে বসবাসের সুযোগ চেয়ে করা তার আবেদনটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। ফাহিম ২০০৮ সালের অক্টোবরে তার বাবার সঙ্গে ফ্রান্সে যায়। সেখানে অবৈধভাবে বসবাসের জন্য ২০১০ সালে তাকে সেই দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। পরে একটি অভিবাসী সহায়তাকারী সংগঠন তাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য আশ্রয় দেয়। কিছুদিন ধরে সে ক্রিটেলে তার দাবা ক্লাবের এক পরিবারের সঙ্গে থাকছে।
ফরাসি দাবা ফেডারেশন জানিয়েছে, বিদেশ ভ্রমণের বৈধ কাগজপত্র থাকলে বাংলাদেশের এই কিশোর ফ্রান্স জাতীয় দলের সঙ্গে আন্তর্জাতিক টুর্নামেন্টেও অংশ নিতে পারবে। ফেডারেশনের কর্মকর্তা জর্ডি লোপেজের মতে, ফরাসি জাতীয় দলে যোগদানের যোগ্যতা এমনিতেই তার রয়েছে। এএফপি
http://www.dailykalerkantho.com/?view=details&archiev=yes&arch_date=05-05-2012&type=gold&data=Loan&pub_no=873&cat_id=1&menu_id=18&news_type_id=1&index=19
পরবর্তী সংবাদ »
|
জাতীয় প্রতিযোগিতায় বাংলাদেশি কিশোরের সাফল্য এবং এর পর থেকে তাকে নিয়ে যে বিতর্কের শুরু, তা ইতিমধ্যে ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ফিয়োঁর কানেও উঠেছে। গতকাল শুক্রবার তিনি জানিয়েছেন, ফাহিম যদি সত্যিই চ্যাম্পিয়ন হয়ে থাকে তাহলে স্থায়ীভাবে বসবাসের সুযোগ চেয়ে করা তার আবেদনটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। ফাহিম ২০০৮ সালের অক্টোবরে তার বাবার সঙ্গে ফ্রান্সে যায়। সেখানে অবৈধভাবে বসবাসের জন্য ২০১০ সালে তাকে সেই দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। পরে একটি অভিবাসী সহায়তাকারী সংগঠন তাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য আশ্রয় দেয়। কিছুদিন ধরে সে ক্রিটেলে তার দাবা ক্লাবের এক পরিবারের সঙ্গে থাকছে।
ফরাসি দাবা ফেডারেশন জানিয়েছে, বিদেশ ভ্রমণের বৈধ কাগজপত্র থাকলে বাংলাদেশের এই কিশোর ফ্রান্স জাতীয় দলের সঙ্গে আন্তর্জাতিক টুর্নামেন্টেও অংশ নিতে পারবে। ফেডারেশনের কর্মকর্তা জর্ডি লোপেজের মতে, ফরাসি জাতীয় দলে যোগদানের যোগ্যতা এমনিতেই তার রয়েছে। এএফপি
Subscribe to:
Posts (Atom)